তখন মনে হলো, সাহেব তো টুকে মারি, আর আমিই বা ঠুকে মরি কেন! দেখাই যাক না সেই swf-কেও যদি এখানে আটকানো যায়। কিন্তু বিধি বাম। ব্লগাদা সব সইতে পারেন, কিন্তু বিজাতীয় নাচন-কোদন তাঁর এক্কেবারে না-পসন্দ্। অস্যার্থ, swf-এ হবে না, সুতরাং আবার সাহেবকে পটাও, যদি তিনি দয়া করে একটা ভিডিও-জাতীয় ফর্ম্যাটে আমার ছবিটাকে মানুষ করে দেন, যাতে ব্লগাদার আপত্তি করার কোনো কারণ না থাকে। দেখি ব্লগাদা, যদি কিছু করতে পারি আপনাকে খুশী করার জন্য।
আর পাঠক, আপনারাও ততক্ষণ একটু রকে গিয়ে বিড়ি ফুঁকে আসুন, আবার নাহয় পরে জ্বালাতে আসবেন।
এবারেও সাহেব খাপ্পা। ফ্ল্যাশ করে জ্বলে উঠে বললেন, সিনেমা বানাতে চাও সেকথা আগে বললেই হতো। এই তো, যাও না, কুইক টাইম-এ mov ফর্ম্যাটে বানাও গে। বলে মিটিমিটি হাসছেন। আমি চেষ্টাচরিত্তির করে বুঝতে পারলুম, সে হাসির অর্থ বড়ো গভীর। কেননা, কুইক টাইম-এ বানাতে গেলে যে সব কম্পোনেন্ট লাগে, সে আমার কম্পিউটারভায়া জোগান দিয়ে উঠতে পারবেন না। আবার সমস্যা। কিন্তু এবার মরীয়া হয়ে কাজে লেগে গেলাম। সোজা মেনুতে গিয়ে ফাইল, এক্সপোর্ট এবং এক্সপোর্ট মুভি। সেখানে avi যেন আমার অপেক্ষাতেই বসে ছিলো। ব্যস। আর কি চাই। এবারে ব্লগাদাও খুশী। আম্মো খুশ। কেবল নাচুনে ছবির মজা বুঝতে একটু কসরৎ করে মুভিটাকে loop হিসেবে প্লে করতে হবে। কেমন করে, সে আমি বলতে পারিনা বাপু (অবশ্য ব্লগাদা আমায় মুভিটা চালাতেই দিলো না, সবসময় বলে try again later)।
No comments:
Post a Comment